নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে নেপালি নাগরিক আটক
বান্দরবানের মিয়ানমার-নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে এক নেপালি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা আমতলি মাঠের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নেপালি নাগরিকের নাম অম্বর থাপা বুরা (২৪)। তিনি নেপালের কর্ণালী প্রদেশের যাযার কোর্ট জেলার জ্ঞান গোগি গ্রামের বাসিন্দা। তারা বাবার নাম দর্জিদ বুড়া থাপা।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'নাইক্ষ্যংছড়ি ১ নম্বর সদর ইউনিয়নের চাকঢালা বিওপি ৪৪ নম্বর মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে নেপালের নাগরিক পরিচয় দেওয়ায় তাকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করে বিজিবি।'
টান্টু সাহা বলেন, 'এ বিষয়ে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।'
Comments