রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২

কক্সবাজারে শিশু আলো হত্যা মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে ২ রোহিঙ্গা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১ রোহিঙ্গা আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার ১৩ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত ২ রোহিঙ্গার নামই রফিক।

ওসি জানান, সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে ২ রোহিঙ্গা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১ রোহিঙ্গা আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

'পুলিশ ২ জনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জ্যন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

When students become guinea pigs

Shifting education policy belies thoughtless experiment

1h ago