অধ্যাপক তাহের হত্যা মামলায় দণ্ডিত ৩ আসামির রিভিউ আবেদন খারিজ
অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং অধ্যাপক তাহেরের বাসভবনের তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ফলে, আসামি মহিউদ্দিন ও জাহাঙ্গীরের কাছে জীবন বাঁচানোর একমাত্র বিকল্প হিসেবে রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের ৮ সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা না করে কিংবা রাষ্ট্রপতি যদি তাদের ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করেন, তাহলে জেল কর্তৃপক্ষ তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবে।
২০০৬ সালের ১ ফেব্রুয়ারি ৫৯ বছর বয়সী অধ্যাপক তাহের আহমেদ নিহত হন এবং পুলিশ ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে।
২০১৩ সালের ২১ এপ্রিল হাইকোর্টের রায়ে মহিউদ্দিন ও জাহাঙ্গীরকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের রায় বহাল রাখা হয়। আসামি সালাম ও নাজমুলকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
গত বছরের ৫ এপ্রিল আপিল বিভাগ হাইকোর্টের এই রায় বহাল রাখেন।
মহিউদ্দিন, জাহাঙ্গীর ও সালাম তাদের দণ্ডাদেশ রিভিউয়ের জন্য সুপ্রিম কোর্টে পৃথক পিটিশন করেন।
শুনানির সময় সাজাপ্রাপ্ত আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এসএন গোস্বামী, এসএম শাহজাহান ও নিখিল কুমার সাহা এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মো. মোর্শেদ।
Comments