সংসদ সদস্য গোলাপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদককে তদন্তের নির্দেশ হাইকোর্টের

আবদুস সোবহান মিয়া গোলাপ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাধিক বাড়ি ক্রয় ও ক্ষমতার অপব্যবহার করে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ৪ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে দুদককে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাধিক বাড়ি কেনা ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হিসেবে গত রোববার আবেদনটি জমা দেন সৈয়দ সায়েদুল হক সুমন।

সুমন গত ১৬ জানুয়ারি দ্য ডেইলি স্টারে প্রকাশিত 'আ. লীগ সংসদ সদস্য গোলাপ নিউইয়র্কে ৯টি সম্পত্তির মালিক' শিরোনামের প্রতিবেদনের ভিত্তিতে এই রিট আবেদন করেন।

আজ রিট আবেদনের শুনানিকালে দুদক ও রাষ্ট্রপক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

 

Comments

The Daily Star  | English
BNP demands disclosure of power sector contracts

Disclose AL govt’s power, energy deals

The BNP yesterday demanded public disclosure of all the power and energy sector agreements made by the ousted Awami League government.

2h ago