মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেপ্তার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর ও মুগদা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
আজ শুক্রবার র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল ওয়াহেদ মন্ডল ও তার ভাই জাছিজার রহমান খোকা। জামিনে কারামুক্তি পাওয়ার পর ২০১৬ সাল থেকে পলাতক ছিলেন তারা।
তিনি বলেন, র্যাব-৩ এর একটি দল মুগদা থেকে ওয়াহেদকে এবং র্যাব-২ এর আরেকটি দল মোহাম্মদপুর থেকে খোকাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এড়াতে এতদিন ধরে তারা ঘন ঘন অবস্থান পরিবর্তন করে আসছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ত্যথ অনুযায়ী, গ্রেপ্তার ২ জন হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের চারটি ঘটনায় জড়িত ছিল।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৯ সালের ১৫ অক্টোবর এই ২ জনসহ গাইবান্ধার ৫ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
Comments