চসিকের প্রকল্প পরিচালকের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠিকাদার মো. শাহাবুদ্দিনকে সোমবার রাতে বন্দরনগরীর খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি-উত্তর) নাহিদ আদনান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঠিকাদার শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে।'
গত ২৯ জানুয়ারি বিকেলে নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে উন্নয়ন প্রকল্পের পরিচালক গোলাম ইয়াজদানীর কক্ষে গিয়ে তার ওপর হামলা চালায় একদল ঠিকাদার।
ওই ঘটনায় খুলশী থানায় মামলা করার পর থেকেই আসামি শাহাবুদ্দিন আত্মগোপনে ছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা নাহিদ আদনান।
মামলার বিবরণীতে বলা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীর সিটি করপোরেশনের অফিসে গিয়ে একদল ঠিকাদার তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ইয়াজদানীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার অফিসে ভাঙচুর চালায়।
প্রকৌশলী ইয়াজদানীর বক্তব্য, ঠিকাদারদের একটি অংশ টেন্ডারের নিয়ম লঙ্ঘন করে প্রকল্পের কাজ পেতে চেয়েছিল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা তার ওপর হামলা চালায়।
ঘটনার দিন শাহাবুদ্দিনসহ ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা করেন চসিকের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-সঞ্জয় ভৌমিক কংকন, মাহমুদুল্লাহ, মো. ফিরোজ ও সুভাষ।
Comments