১৫ বছরে ১০০০ মোটরসাইকেল চুরি করেছেন খালেক: ডিবি
গত ১৫ বছরে প্রায় এক হাজার মোটরসাইকেল চুরি চক্রের এক সদস্যকে আটকের দাবি করেছেন গোয়েন্দারা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ আজ বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, তুরাগ থানায় দায়ের হওয়া একটি সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের সময় গতকাল আব্দুল খালেক নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১২টি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করেছেন গোয়েন্দারা।
ডিবি প্রধান বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে খালেক স্বীকার করেছেন যে, তিনি গত ১৫ বছরে প্রায় এক হাজার মোটরসাইকেল চুরি করেছেন।'
'তার অন্তত ৭ জন সহযোগী ছিল যাদের আগে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছিল। তবে তারা জামিনে বেরিয়ে আসার পরও একই অপরাধে লিপ্ত হন', যোগ করেন তিনি।
হারুন অর রশীদ বলেন, 'মোটরসাইকেল চুরি রোধ করাই যাচ্ছে না। প্রায়ই বাসার গ্যারেজ ও রাস্তা থেকে মোটরসাইকেল চুরি হচ্ছে বলে অভিযোগ আসে।'
পুরনো মোটরসাইকেল কেনার আগে বৈধ কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
Comments