প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে হিরো আলমের রিট

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে হিরো আলমের রিট
হিরো আলম। ফাইল ছবি

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বাতিলের ঘটনায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক ২টি রিট আবেদন করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

আজ সোমবার হিরো আলম তার মনোনয়নপত্র গ্রহণ করে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়ার জন্য ইসিকে নির্দেশ দিতে হাইকোর্টের কাছে আবেদন করেন।

হিরো আলমের আইনজীবী ইয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবির লিটনের হাইকোর্ট বেঞ্চ আগামীকাল মঙ্গলবার আবেদনের বিষয়ে শুনানি করতে পারে।

মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীর দেওয়া ১ শতাংশ ভোটার তালিকার অসঙ্গতি পাওয়ায় হিরো আলমের প্রার্থিতা বাতিল করা হয়। পরে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন হিরো আলম।

গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষরের একটি তালিকা প্রদান করতে হয়।

আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনসহ ৬টি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Extortion will no longer be tolerated: DMP chief

He urged rickshaw drivers to provide the names of the extortionists and promised strict action

27m ago