গুলশানে গুলিবিদ্ধ ২, আটক ২

রাজধানীর গুলশান এলাকায় রাস্তায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলশান ১ নম্বরে গ্লোরিয়া জিনস ক্যাফের সামনের সড়কের ফুটপাতে বিকেলে গোলাগুলির ঘটনা ঘটে। গুগল ম্যাপ থেকে নেওয়া

রাজধানীর গুলশান এলাকায় রাস্তায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ রোববার বিকেল ৪টার দিকে গুলশান ১ নম্বরে গ্লোরিয়া জিনস ক্যাফের সামনের সড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে।

গুলশান থানার পরিদর্শক শেখ শাহানূর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, টাকাপয়সা নিয়ে বিরোধের জেরে ২ জনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এতে ২ জন গুলিবিদ্ধ হন। তাদের একজনের নাম আমিনুল বলে জানা গেছে। তবে আহত অপরজনের নাম জানা যায়নি।

এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। তারা হলেন-আমিনুল ও ওহিদুল। তবে গুলিবিদ্ধ ও আটকদের পরিচয় পুলিশ তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি।

পুলিশ আরও জানায়, বিকাশে লেনদেনকে কেন্দ্র করে বিকেলে ওই এলাকায় একজন অস্ত্রধারী এসে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।  

Comments

The Daily Star  | English

8 killed as private car falls into roadside canal in Pirojpur

At least eight people, including four members of a family, died after a private car plunged into a roadside canal in Pirojpur early today

2h ago