৬ ‘হিজরতকারী’ গ্রেপ্তার

প্রেস ব্রিফিংয়ে সিটিটিসি প্রধানসহ অন্যরা। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আল-কায়েদার আদর্শে উদ্বুদ্ধ ৬ 'হিজরতকারী'কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন।

গতকাল রোববার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল, চট্টগ্রাম ও টেকনাফ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— আব্দুর রব, মো. সাকিব, মো. শামীম হোসেন, মো. নাদিম শেখ, মো. আবছার ও মো. সাইদ উদ্দিন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার সকাল সোয়া ১০টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

'গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তাদের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে', বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

2h ago