হাইকোর্টে জামিন আবেদন মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস | ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন।

জামিন চেয়ে আইনজীবীদের মাধ্যমে হাইকোর্টে পৃথক ২টি আবেদন জমা দিয়েছেন তারা।

বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনের শুনানি হতে পারে।

আসামিদের প্রধান আইনজীবী জয়নুল আবেদীন আবেদনের বিষয়ে কথা বলতে রাজি না হওয়ায় জামিন আবেদনের বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে ৪ বার মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন এ মামলায় সংশ্লিষ্ট নিম্ন আদালত।

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনার পর গত ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় মামলাটি করা হয়। সংঘর্ষে ১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হর।

ঘটনার পরদিন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় ৪৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকার আদালতে হাজির করা হয়।

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বিএনপির ঢাকা বিভাগীয় জনসভার ১ দিন আগে ৯ ডিসেম্বর ভোররাত ৩টার দিকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের জামিনের আবেদন নাকচ করলে কারাগারে পাঠানো হয়।

পুলিশের ওপর হামলায় দলীয় নেতাকর্মীদের উসকানি দেওয়ার অভিযোগে এই ২ বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

BB to adopt more flexible exchange rate to meet IMF conditions

The central bank is likely to issue a circular in this regard today.

9h ago