হাতিরঝিলে সাংবাদিকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর হাতিরঝিলে বাসা থেকে সাংবাদিক শারমিন শবনমের (৩০) মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার শারমিন শবনমের বড় বোন শবনম পারভীন হাতিরঝিল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলাটি করেন।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'আসামিকে আমরা খুঁজছি। এখনও তাকে গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহের ভিসেরা ও ডিএনএ নেওয়া হয়েছে পরীক্ষার জন্য।

শারমিন শবনম অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্টের অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে হাতিরঝিলের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় বাসায় কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তার স্বামী পলাতক।

শারমিন শবনমের প্রতিবেশী আরমান হোসেন বুধবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাসায় তারা স্বামী-স্ত্রী ২ জনই থাকতেন। কয়েকদিন ধরে স্বামী বাসায় ছিলেন না। অন্য কাউকেও আসতে দেখিনি।'

শারমিন শবনমের ভাই ওমর রশিদ বলেন, 'প্রকৃত ঘটনা খুঁজে বের করা হোক সেটা চাই। আসামিকে গ্রেপ্তার ও তার শাস্তি দাবি করছি।'

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

2h ago