সাভারে ইয়াবা-হেরোইনসহ আটক ৩

Savar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার সাভারে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) আজ রোববার দুপুরে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতরাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকা থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বিপ্লবকে (২৮) আটক করা হয়।

এছাড়া আশুলিয়ার ইয়ারপুর পশ্চিমপাড়া এলাকা থেকে রাত সোয়া ১১টার দিকে ১৫ গ্রাম হেরোইনসহ মো. আল-আমিন (৩২) ও সাগরিকাকে (৪০) আটক করা হয়৷

মাদক উদ্ধারের ঘটনায় আশুলিয়া থানায় পৃথক ২টি মামলা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Police charge batons, use water cannons on protesting teachers at Shahbagh

The protesters began gathering at Shahbag intersection around 11:00am

11m ago