খুলনায় পুলিশ পরিচয় দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
খুলনায় পুলিশ পরিচয় দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশতাক আহমদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'ঘটনার দিন সন্ধ্যায় ওই নারী ও তার স্বামী হাঁটতে হাঁটতে আড়াংঘাটা বাইপাসে যান। পরে বাড়িতে ফিরে আসার সময় ৪ জন চেকপোস্ট বসিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখায়। পরে আসামিরা তাদের একটি বাড়িতে নিয়ে স্বামীকে আটকে রেখে ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে। এরপর ভয় দেখিয়ে তাদের একটি মোবাইল নম্বর দেওয়া হয়। সেই মোবাইল নম্বরের সূত্র ধরেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।'
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজামান ডেইলি স্টারকে বলেন, 'ওই নারী নিজে বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ ৪ জনের নামে মামলা করেছেন।'
Comments