জামালপুরে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯ হাজার কেজি জিরাসহ গ্রেপ্তার ১১

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে ৮ হাজার ৯৩৬ কেজি জিরাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি ট্রাক, দুটি পিকআপ ভ্যান ও ইঞ্জিনচালিত একটি নছিমন জব্দ করা হয়।
ছবি: সংগৃহীত

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে ৮ হাজার ৯৩৬ কেজি জিরাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি ট্রাক, দুটি পিকআপ ভ্যান ও ইঞ্জিনচালিত একটি নছিমন জব্দ করা হয়।

আজ বুধবার দুপুরে জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অবৈধভাবে ভারত থেকে দেশে জিরার একটি চালান জামালপুরে আসছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে একটি দল আজ ভোররাতে মেলান্দহ উপজেলার ডেফলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা জিরাসহ ১১ জন চোরাকারবারি আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে, বলেন আশিক।

Comments

The Daily Star  | English

Real Madrid beat Dortmund to win record-extending 15th Champions League

Real Madrid withstood a Borussia Dortmund barrage to win the Champions League for the 15th time as Dani Carvajal and Vinicius Junior struck late in a 2-0 win at Wembley on Saturday.

3h ago