নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়ার শুনানি ১৭ জানুয়ারি পর্যন্ত মুলতবি
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ জনের শুনানি আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত মুলতবি রেখেছে ঢাকার একটি আদালত।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'খালেদা জিয়ার পক্ষে শুনানি মুলতবি চেয়ে আদালতে আবেদন করা হলে ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এই আদেশ দেন।'
সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়া খালেদা জিয়া বর্তমানে অসুস্থ রয়েছেন। তাকে আগে হার্টের সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। এখন তিনি গুলশানের বাসায় চিকিৎসা নিচ্ছেন।
এর আগে আদালতে খালেদার ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং মাসুদ তার অনুপস্থিতিতে আদালতে তার প্রতিনিধিত্ব করেছিলেন।
এর আগে আদালতে খালেদা জিয়াকে ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং মাসুদ তার অনুপস্থিতিতে আদালতে তার প্রতিনিধিত্ব করেছিলেন।
২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। অভিযোগে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারে থাকাকালে খালেদা জিয়াসহ বেশ কয়েকজন ক্ষমতা অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা সুবিধা পাইয়ে দেয়।
তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমেদ, জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত জ্বালানি সচিব খন্দকার শহীদুল ইসলাম, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ এশিয়া) খন্দকার শহীদুল ইসলামকেও এই মামলায় আসামি করা হয়।
Comments