জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায় এড়ানোর সুযোগ নেই: র্যাব
ঢাকার আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে ২ জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায় এড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
২ জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা আছে কি না, এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি আজ সোমবার এ মন্তব্য করেন।
খন্দকার আল মঈন বলেন, 'আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা দায়িত্ব এড়াতে পারি না। জঙ্গিদের সম্পর্কে তথ্য আগে পেলে ব্যবস্থা নেওয়া বা তাদের পালানো ঠেকানো সহজ হতো।'
তবে, জঙ্গিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, 'আমরা তাদের পূর্বের অপরাধমূলক কর্মকাণ্ড, বিভিন্ন স্থানে তাদের ঘোরাঘুরির সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী যে, তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।'
পলাতক ২ জঙ্গি দেশে আছে নাকি দেশের বাইরে চলে গেছে, এ প্রশ্নের জবাবে কমান্ডার মঈন বলেন, 'আমরা এখনো এ বিষয়ে নিশ্চিত নই। তবে সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা কাজ করছি।'
এর আগে, প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আনসার আল ইসলাম সদস্যকে গত ২০ নভেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের প্রাঙ্গণ ছিনিয়ে নেওয়া হয়।
ওই ২ জঙ্গি হলেন— মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল। পরে এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
Comments