লিভ টু আপিল খারিজ, শহিদুল আলমের মামলার তদন্ত চলবে

shahidul alam
আলোকচিত্রী শহিদুল আলম। ছবিটি তার ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলার তদন্ত কার্যক্রমের বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে যে লিভ টু আপিল করেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম, সেই আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শহিদুল আলমের করা এ আবেদনের শুনানি শেষে আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

আজ আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় এখন পর্যন্ত এর বিস্তারিত জানা যায়নি।

গত বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এই মামলার তদন্ত কার্যক্রমের বৈধতা নিয়ে শহিদুল আলমের করা রিট খারিজ  করে দেন।

পরে তদন্ত কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত মার্চ মাসে লিভ টু আপিল করেন শহিদুল আলম।

Comments