‘বন্দুকযুদ্ধ’ নয়, মাদক চোরাকারবারীদের গুলিতে ‘সিটি শাহীন’ নিহত: র‌্যাব

নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়ায় র‍্যাবের সঙ্গে 'গোলাগুলিতে' এক মাদক চোরাকারবারি নিহতের ঘটনায় মামলা করেছে র‍্যাব।  

র‍্যাব জানায়, নিহত শাহীন মিয়া ওরফে সিটি শাহীন হত্যা, ডাকাতি, মাদকসহ প্রায় দুই ডজন মামলার আসামি ছিলেন। মাদক ব্যবসায়ীদের গুলিতে তিনি নিহত হন৷

আজ শুক্রবার সকালে ব়্যাব-১ এর পরিদর্শক মো. আশরাফুজ্জামান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন৷ 

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'হত্যা মামলায় কয়েকজন অজ্ঞাত মাদক চোরাকারবারিকে আসামি করা হয়েছে৷ এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় আরও দু'টি মামলা করেছেন ব়্যাবের পরিদর্শক আশরাফুজ্জামান৷'

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মাদকের বড় চালান ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ডের বালুর মাঠে যায় ব়্যাবের একটি দল৷ মাদক চোরাকারবারিরা ব়্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়৷ একইসঙ্গে ইট-পাটকেল ছুড়তে থাকে৷ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে ব়্যাব৷ প্রায় ১০-১৫ মিনিট উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলে৷ গোলাগুলি ও মাদক চোরাকারবারীদের ধাওয়া দেওয়ার সময় ব়্যাবের কয়েকজন সদস্য আহত হয়েছেন৷ 

মামলায় আরও বলা হয়েছে, ইতোমধ্যে স্থানীয় লোকজন ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতিতে দুপুর ২টার দিকে বালুর মাঠের মাঝখান থেকে মাদক ব্যবসায়ী শাহীনকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়৷ অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের এলোপাথারি গুলিতে তিনি গুলিবিদ্ধ হন৷ তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেব্য রাত ৪টা ২০ মিনিটে তিনি মারা যান৷

ব়্যাব জানায়, আহতাবস্থায় পড়ে থাকা শাহীনের দেহের পাশ থেকে ৮ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বিদেশি পিস্তল, ৩টি গুলিসহ ম্যাগাজিন, পাশে ২টি গুলির খোসা পাওয়া গেছে৷ ২টি জিপার প্যাকেটের ভেতর ৪৫ গ্রাম হেরোইনও উদ্ধারের কথা মামলায় উল্লেখ করেছে ব়্যাব৷

মামলায় আরও বলা হয়েছে, নিহত মাদক চোরাকারবারী ও পলাতক অজ্ঞাতনামা ৪-৫ জন মাদক চোরাকারবারী পরস্পর যোগসাজসে আগ্নেয়াস্ত্রসহ ঘটনাস্থলে মাদকের চালান হস্তান্তর করার সময় আরও ৩০-৩৫ জন অজ্ঞাতনামা আসামি র‍্যাব সদস্যদের সরকারি কাজে বাধা দেয়। তারা র‍্যাব সদস্যদের আক্রমণ, খুন-জখম করার চেষ্টা ও সরকারি মালামালের ক্ষতি করার উদ্দেশ্যে এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ ও গুলি করে। তাদেরই গুলিতে একজন অস্ত্রধারী মাদক চোরাকারবারী নিহত হয়েছেন। 

সরকারি সম্পত্তি ও আত্মরক্ষার্থে ব়্যাব সদস্যরা মোট ২৮ রাউন্ড গুলি ছোড়ে বলেও মামলায় উল্লেখ করেছে ব়্যাব৷ মামলায় বলা হয়েছে,  জনসমাগমের কারণে গুলির কার্তুজ বা খোসা পাওয়া যায়নি৷

 

Comments

The Daily Star  | English

Not for kidney patient, they tried to rob bank for iPhones

Police say three robbers fabricated a story claiming that the robbery was to save a kidney patient

23m ago