লাইটারেজ জাহাজ ও মাছ ধরার ট্রলারে ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার ১ 

লাইটারেজ জাহাজ ও মাছ ধরার ট্রলারে ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার ১
বহিঃসমুদ্রে পণ্যবাহী লাইটারেজ জাহাজ ও মাছ ধরার ট্রলারে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারে কুতুবদিয়া এলাকা থেকে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের সদস্যরা। ছবি: সংগৃহীত

বহিঃসমুদ্রে পণ্যবাহী লাইটারেজ জাহাজ ও মাছ ধরার ট্রলারে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারে কুতুবদিয়া এলাকা থেকে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের সদস্যরা। 

গ্রেপ্তাররকৃতের নাম ওসমান গণি (২৭)। তিনি মহেশখালী এলাকার সাডের ডাইল গ্রামের বাসিন্দা। 

বৃহস্পতিবার গভীর রাতে লেমশীখালী ইউনিয়নের উপকূলের বেড়িবাধে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার  করার কথা জানায় কোস্ট গার্ড। 

কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ কোস্ট গার্ড পূর্ব জোনের অফিসে এক সংবাদ সম্মেলনে বলেন 'বহিনোংগরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন গোপন সংবাদের ভিত্তিতে বেড়িবাধে অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ওসমানকে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যায়। পরে তার কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি এবং ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।"

'ওসমান কুখ্যাত ডাকাত মিন্টু বাহিনীর সদস্য, এই গ্রুপটি সমুদ্রে মালবাহী লাইটারেজ জাহাজ ও মাছ ধরার ট্রলারে লুট করে এবং জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে। বাকিদের নাম আমরা পেয়েছি তাদের ধরার চেষ্টা চলছে,' বলেন তিনি।

 

 

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

Bangladesh Bank withdraws its dress code for officials amid criticism

Bangladesh Bank retracts dress code following governor's directive

50m ago