ছাত্র অধিকারের ২৪ নেতা-কর্মীর রিমান্ড শুনানি হয়নি, নতুন তারিখ ২০ অক্টোবর
ছাত্রলীগের করা ২ মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি আখতার হোসেনসহ ২৪ নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের যে রিমান্ড আবেদন করেছিল পুলিশ, তার শুনানি হয়নি।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মামলার তদন্তকারীরা উপস্থিত না থাকায় তা হয়নি।
এ অবস্থায় ম্যাজিস্ট্রেট তদন্তকারীদের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেন।
গত ১৩ অক্টোবর ২ মামলার তদন্ত কর্মকর্তা পৃথক আবেদনে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। এর আগে গত ১১ অক্টোবর ঢাকার আরেকটি আদালত তাদের জামিন আবেদন নাকচ করে দেন।
গত ৭ অক্টোবর বিকেলে 'আবরার ফাহাদ স্মৃতি সংসদ'-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বুয়েট ছাত্র আবরার হত্যার ৩ বছর পূর্তি উপলক্ষে স্মরণসভার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। সেখানে ছাত্রলীগ হামলা করে তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। হামলায় পরিষদের অন্তত ১৩ নেতা-কর্মী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে গিয়েও তাদের পেটায় ছাত্রলীগ।
পরে ছাত্র অধিকার পরিষদের ২৫ নেতা-কর্মীদের নামে মামলা ২টি করেন ছাত্রলীগের ২ নেতা।
Comments