ডাকাতির প্রস্তুতিকালে যাত্রাবাড়ী থেকে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

গ্রেপ্তারকৃৃত ৬ জন। ছবি: সংগৃহীত

ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অবস্থানকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ মঙ্গলবার র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ও পথচারীদের কাছে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মিথ্যা মামলা ও বিভিন্ন প্রকার ভয় দেখিয়ে ডাকাতি করার জন্য তারা রাজধানীর ধলপুর এলাকায় অবস্থান করছিলেন।

গতকাল রাতে র‌্যাব-১০ এর একটি দল ধলপুর কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে ওই ডাকাত দলের ৬ জনকে গ্রেপ্তার করে।

তারা হচ্ছেন—মো. সবুজ খাঁন (৪৬), মো. মিন্টু পাটোয়ারী (৪০), মো. রাসেল মোল্লা (৪৫), মো. ইকবাল মিয়া (৩৯), মো. মনিরুল ইসলাম (৪০) ও মো. খোকন মিয়া (৪৫)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশ ব্যবহার করে এমন ডিজাইনের ৩টি জ্যাকেট, ২টি ওয়াকিটকি সেট, ১টি হাতকড়া, ১টি খেলনা পিস্তল, ১টি হ্যান্ড ফ্লাশ লাইট, ১টি পুলিশ মনোগ্রাম সম্বলিত স্টিকার, ৭টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।

এই ডাকাত দলের প্রধান মো. সবুজ খাঁন। তিনি ডাকাতির জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদির ব্যবস্থা করতেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও পল্টন থানায় ডাকাতির অপরাধে ৩টি মামলা রয়েছে বলে জানিয়ে র‌্যাব।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles; properties vandalised

3h ago