খুলনায় তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ

Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনায় ইয়াসিন আরাফাত (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুদের বিরুদ্ধে। অভিযুক্তরা সবাই কিশোর বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে মহানগরীর শে‌রে বাংলা রো‌ডের ৩ নম্বর কা‌শেম সড়‌কের দ‌ক্ষিণ মাথায় এ ঘটনা ঘটে।

নিরালা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল হান্নান ও স্থানীয়রা জানান, নিহত ইয়াসিন খুলনা নগরের সন্ধ্যাবাজারের মাছ বিক্রেতা ছিলেন। সকাল ১১টার দিকে স্থানীয় ৭-৮ জন কিশোর ইজিবাইকে এসে প্রথমে ইট দিয়ে আঘাত করে ইয়াসিনকে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত ইয়াসিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় ১১টা ৪৫ মিনিটের দিকে মারা যান ইয়াসিন।

অভিযুক্তরা ইয়াসিনের বন্ধু বলে জানিয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

ইয়াসিনের পরিবারের সদস্যরা বলছেন, '১০০ টাকা নিয়ে বিরোধের জেরে ইয়াসিনকে কুপিয়েছে তার বন্ধুরা। হামলাকারীদের বয়স ১৫-১৮ বছরের মধ্যে।'  

নিরালা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল হান্নান বলেন, 'ঘটনার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। হত্যার সঙ্গে জড়িত সবাই কিশোর।'

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

33m ago