দুর্নীতি মামলায় হাইকোর্টে সেলিম খানের অন্তর্বর্তীকালীন জামিন
দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন চাঁদপুরের বহুল আলোচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা সেলিম খান।
৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১ আগস্ট ঢাকা কার্যালয়ে সেলিম খানের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তবে সেলিম খানকে ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ সেলিম খানের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে আসামি সেলিম খান জামিনের জন্য হাইকোর্ট বেঞ্চে হাজির হন।
সেলিম খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির এবং দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।
Comments