নাটোরে বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের একটি গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করে। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিলামাড়িয়া ইউনিয়নের নাগচোষা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রজব সরদার একই গ্রামের ফজর সরদারের ছেলে।

এ ছাড়া, রেখা, ফরিদা ও রাকিব নামে আরও ৩ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে রজবের সঙ্গে সুমন ও সবলের হাতাহাতি হয়। একপর্যায়ে সুমন অস্ত্র বের করে গুলি করলে রজব গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা রজবকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পানি নামাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের একটি গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করে।'

'এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে', বলেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Admin getting even heavier at the top

After the interim government took over, the number of officials in the upper echelon of the civil administration has become over three times the posts.

7h ago