বন্ধুকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ধার নেওয়া ১ হাজার ৫০০ টাকা ফেরত চাওয়ায় বন্ধুকে হত্যার দায়ে জসিম উদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন নাটোরের একটি আদালত।

আজ সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন সদর উপজেলার চৌরি গ্রামের বকুল মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার লোহাকুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।

আদালত সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে আদালতে সোহাগ মিয়া হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। মামলার একমাত্র আসামি জসিম উদ্দিনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত।

মামলার সারসংক্ষেপে বলা হয়, জসিম উদ্দিন তার বন্ধু সোহাগ মিয়ার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা ধার নিয়ে জুয়া খেলে হেরে যান। পরে সোহাগ তার পাওনা টাকার জন্য চাপ দিতে শুরু করলে জসিম উদ্দিন তাকে হত্যার পরিকল্পনা করে। ২০১৮ সালের ৩১ আগস্ট সন্ধ্যায় বাড়ির পাশের একটি পুকুরে সোহাগকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে জসিম। এরপর হাতমুখ ধুয়ে বাড়িতে এসে অন্যদের সঙ্গে সোহাগের মরদেহ দেখতে যান।

নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, 'রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট। দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।'

Comments

The Daily Star  | English

Warrant for Shakib Al Hasan in a case over bounced cheques

Additional Chief Metropolitan Md Ziaudur passed the order after Shakib and three others failed to appear before the court today

43m ago