দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কিশোর (১৭) নিহত হয়েছে।
গতকাল বুধবার রাত ১০টায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সদর উপজেলার খানপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।
তিনি জানান, নিহত কিশোরের নাম মিনহাজুল ইসলাম। সে খানপুরের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং খানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আবু বকর সিদ্দিক জানান, গতকাল রাতে স্থানীয় ৮ থেকে ১০ জনের সঙ্গে মিনহাজুল দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে গেলে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মিনহাজুল মারা যায়। পরে বিএসএফ তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এখন পর্যন্ত তার মরদেহ হস্তান্তর করেনি।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দাইনুর বিপিওর নায়েক সুবেদার আক্তার হোসেন ডেইলি স্টারকে জানান, এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। বিএসএফ চিঠির জবাব দিয়েছে। পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
নিহত মিনহাজুলের মরদেহ ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় রয়েছে বলেও জানান তিনি।
Comments