খুলনায় কিশোরীকে ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

খালিশপুরে কিশোরীকে ধর্ষণ মামলার ৫ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন খুলনার একটি আদালত। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আলী আকবর ওরফে হৃদয় ও মেহেদী হাসান ওরফে ইবু, সোহেল, আব্দুল্লাহ ও মোহন। তাদের মধ্যে সোহেল, আব্দুল্লাহ ও মোহন পলাতক আছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল পি‌পি) ফ‌রিদ আহমেদ ডেইলি স্টারকে এসব তথ্য নিষেধ করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৩ মার্চ সন্ধ‌্যা সাড়ে ৭টার দিকে ওই কিশোরীকে খাবার কিনে দেওয়ার কথা বলে মো. মোহন ডেকে নেন। পরে মো. আলী আকবরের মোটরসাইকেলে করে ওই তরুণীকে অন্য এক জায়গায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

ওই কিশোরীর মা বাদী হয়ে খা‌লিশপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী রেজাউল ক‌রিম ৫ জনকে অভিযুক্ত করে ২০১১ সালের ২০ জুন চার্জশিট দা‌খিল করেন।

মামলায় মোট ১২ জন সাক্ষ্য প্রদান করেছেন।

Comments

The Daily Star  | English

Nahid urges govt to release accurate information

Calls for impartial probe into Milestone crash, demands transparency

2h ago