বনানীর একটি ফ্ল্যাট থেকে এলএসডি, কোকেন, কুশ জব্দ করল ডিএনসি

মাদক
বনানীতে সেলিম সাত্তারের ফ্ল্যাট থেকে জব্দকৃত মাদকদ্রব্য। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এলএসডি, কোকেন, কুশসহ বিভিন্ন ধরনের সিনথেটিক মাদকদ্রব্য জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে আছে-প্রতি প্যাকেটে ১০ গ্রাম করে ৪০ প্যাকেট কুশ, ২৯টি এলএসডি ব্লটার, ৩০ গ্রাম কোকেন, ৪০০ গ্রাম এক্সট্যাসি এবং ২০ বোতল বিদেশি মদ।

রোববার বনানীতে শামা রেজার ব্লেড ও জিএমজি এয়ারলাইনসের পরিচালক সেলিম সাত্তারের (৬১) বাসভবনে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

ডিএনসির সহকারী পরিচালক মো. মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেলিম সাত্তার বিভিন্ন দেশ থেকে এসব মাদক বাংলাদেশে নিয়ে এসেছেন বলে অভিযোগ আছে।'

তার মতে, কুশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা, কোকেন বার্সেলোনা থেকে, এলএসডি ও এক্সট্যাসি আমস্টারডাম থেকে আনা হয়েছে।

মো. মেহেদী হাসান বলেন, 'অভিযুক্ত সেলিম দাবি করেছেন যে তিনি বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বৈত নাগরিক। বিদেশ সফরের সময় তিনি এসব মাদক বাংলাদেশে পাচার করতেন।'

তিনি আরও বলেন, 'এসব মাদকের পাশাপাশি আমরা সেলিমের বাড়ি থেকে ৩ ধরনের নতুন মাদক জব্দ করেছি। বাংলাদেশে এর আগে এই ধরনের মাদক আমরা দেখিনি।'

আগামীকাল এসব মাদক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান তিনি।

'রিপোর্ট পেলে বলতে পারব সেগুলো আসলে কী ধরনের মাদক,' বলেন তিনি।

তিনি বলেন, 'সেলিম প্রাথমিকভাবে দাবি করেছেন যে বাংলাদেশে পাওয়া যায় না বলে বন্ধুদের সঙ্গে পার্টি করার জন্য তিনি এসব মাদক দেশে নিয়ে আসেন। আমরা এ দাবির সত্যতা যাচাই করছি।'

'তিনি এসব মাদক বিক্রি করতেন কি না, তা জানতে তদন্ত করছি,' বলেন তিনি।

সেলিমের বাসায় বিভিন্ন সময় যারা যাতায়াত করতেন, ডিএনসি কর্মকর্তারা তাদের তালিকা যাচাই করছেন।

সেলিম সাত্তারকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান বলে ডিএনসি কর্মকর্তা মেহেদী হাসান জানান।

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

1h ago