গোপীবাগে দুর্বৃত্তের কোপে যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন
রাজধানীর ওয়ারী গোপীবাগে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে আলমগীর হোসেন (৪৮) নামে এক যুবলীগ নেতার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি ৩৯ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ সভাপতি।
আজ শনিবার রাত ৮টার দিকে গোপীবাগ বাজারের কাছের রাস্তায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আহত আলমগীর হোসেন জানান, তার বাসা ওয়ারীর আর,কে মিশন রোডে। এশার নামাজ পড়ার জন্য তিনি বাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে গোগীবাগ পাচানি পুকুর জামে মসজিদে যাচ্ছিলেন। পথে বাজারের বিপরীত পাশের রাস্তায় অন্ধকারের মধ্যে বসে থাকা দুই যুবক তাকে দেখেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। বাম হাত দিয়ে সেই আঘাত ফেরাতে গেলে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরপরই তারা সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান ভাগিনা মো. হাবিব। তিনি জানান, আলমগীর ওয়ারী থানা ৩৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি। রাত সোয়া ৮টার দিকে খবর পেয়ে আলমগীর হোসেনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া ডান পায়ের হাঁটুতেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কারা তাকে এভাবে আঘাত করেছে তা জানাতে পারেনি তিনি।
আহত আলমগীর হোসেনের শ্যালক মো. রাজন বলেন, 'আমার দুলাভাই আলমগীর ওয়ারী ৩৯নম্বর ওয়ার্ড সিনিয়র সহসভাপতি। দীর্ঘদিন ধরে ওয়ারী বাজার নিয়ন্ত্রন করতেন তিনি। গত রোজার মধ্যে ইতালি প্রবাসী নাসির উদ্দিন বাজার নিয়ন্ত্রণ করেন।'
'নাসিরের ক্যাডার মাইকেল, রসিদ, রহি, রানা, নিজাম, রিপন বর্তমানে বাজার নিয়ন্ত্রণে করে থাকেন। আজকের ঘটনা নাসিরের হুকুমে হয়েছে। তার লোকজনই অন্ধকারে আগে থেকে ওত পেতে ছিল। অন্ধকার দেখে কাউকে চিনতে পারে নাই। তবে পাশেই সিসি ক্যামেরা দেখলে চিহ্নিত করা যাবে,' বলেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আলমগীরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা গুরুতর। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
Comments