৪ মাসে ৪ কোটি টাকা পাচার করেছেন বেটউইনারের ৩ এজেন্ট
অনলাইন জুয়া সাইট বেটউইনারের ৩ বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই চক্রটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করত। গত ৪ মাসে তারা দেশ থেকে ৪ কোটি টাকা পাচার করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ।
গ্রেপ্তার ৩ জন হলেন- আবু বক্কর সিদ্দিক (৩০), আব্দুল্লাহ আল আউয়াল (২৬) ও মো. তোরাফ হোসেন (৩৭)।
মো. রেজাউল মাসুদ বলেন, বেটউইনার সাইপ্রাসভিত্তিক মারিকিট হোলিডংস লিমিটেডের একটি অনলাইন জুয়া সাইট, যা রাশিয়া থেকে পরিচালিত হয়। সাইবার পুলিশ সেন্টারের নিয়মিত মনিটরিংয়ের সময় জুয়ার সাইটটি নজরে আসে।
এরপর এ বিষয়ে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখা ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্ত শেষে ওই সাইট পরিচালনায় যুক্ত কয়েকজনকে শনাক্ত করা হয়। পরে গতকাল বুধবার অভিযান চালিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬ টি মোবাইল ফোন, ৪টি এজেন্ট সিম, ২টি মার্চেন্ট সিম, ১টি ডিএসও (নগদ) সিম, ২টি পার্সোনাল সিমসহ মোট ১২টি সিম এবং ১টি ল্যাপটপ জব্দ করা হয়।
এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে পল্টন (ডিএমপি) থানার মামলা করা হয়েছে।
সিআইডি আরও জানায়, রাশিয়া থেকে পরিচালিত এই সাইটে দেশের গ্রামাঞ্চলের মানুষ পর্যন্ত জুয়া খেলছেন। গত ৪ মাসে এই ৩ জন দেশ থেকে ৪ কোটি টাকা পাচার করেছে।
রেজাউল মাসুদ বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের এজেন্টরা জমাকৃত টাকা তুলে ওই টাকা বাইন্যান্স নামক মানি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে মার্কিন ডলারে কনভার্ট করেন। পরে বাইন্যান্সের মাধ্যমে এই টাকা বিভিন্ন দেশে পাচার হয়।
বেটউইনারের মতো এই ধরনের অনলাইন জুয়া সাইট বাংলাদেশে অবৈধ। সম্প্রতি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান বেটউইনারের সিস্টার কর্নসার্ন বেটউইনার নিউজের অ্যাম্বাসেডর হওয়ার কারণে সমালোচনার মুখে পড়েন। পরে তাদের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হন সাকিব।
Comments