ময়মনসিংহের সেই শিশুকে ৫ লাখ টাকা দিলো ট্রাস্টি বোর্ড

দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে সড়কে জন্ম নেওয়া সেই শিশু। ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনার পর জন্ম নেওয়া শিশুকে ৫ লাখ টাকা দিয়েছে সড়ক পরিবহন আইনে গঠিত ট্রাস্টি বোর্ড। 

আজ মঙ্গলবার ময়মনসিংহের জেলা প্রশাসকের কাছে টাকার চেক হস্তান্তর করেছে ট্রাস্টি বোর্ড।

এর আগে হাইকোর্টের নির্দেশে শিশুটির জন্য সড়ক পরিবহন আইনে ট্রাস্টি বোর্ড গঠন করা হয়।

ট্রাস্টি বোর্ডের আইনজীবী মুহাম্মদ রফিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রথমবারের মতো সড়ক পরিবহন আইন-২০১৮-এর অধীনে গঠিত ট্রাস্টি বোর্ড সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কাউকে অর্থ দিয়েছে।'

তিনি আরও বলেন, 'শিশুটিকে টাকা দেওয়ার বিষয়ে ট্রাস্টি বোর্ড হাইকোর্টে হলফনামা জমা দিয়েছে।'

গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় সড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান শিশুটির বাবা-মা ও বোন। দুর্ঘটনাস্থলেই জন্ম হয় মেয়ে শিশুটির। 

এরপর গত ১৯ জুলাই হাইকোর্ট সড়ক পরিবহন আইন-২০১৮-এর অধীনে শিশুটির জন্য গঠিত ট্রাস্টি বোর্ডকে ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেয়।

এ ছাড়া রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট শিশুটির দেখভালের জন্য সমাজকল্যাণ সচিবকে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে ৩ মাসের মধ্যে শিশুর কল্যাণে কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়। 

এ ছাড়া আদালত শিশুটির চিকিৎসা অব্যাহত রাখতে বলেন।

এ বিষয়ে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এই নির্দেশ দেন। যেখানে শিশুটির জন্য ক্ষতিপূরণ দিতে এবং তার সুস্থতা নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।

গত ১৯ জুলাই আইনজীবী কানিজ ফাতিমা তুনাজ্জিয়া জনস্বার্থ রিটটি দায়ের করেন। যেখানে ওই শিশুকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিতে হাইকোর্টকে অনুরোধ করা হয়।

 

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

7h ago