বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৭

বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৭
গাজীপুর ও ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিকাশের দোকান থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

গাজীপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  বিকাশের দোকান থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া ৭১ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলার দোলারহাট থানার নুরাবাদ এলাকার রানা (২৩), ভোলা সদরের চৌরান্দপ্রার্থী এলাকার মো. ইউসুফ (৩০), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার গুলিশাখালী এলাকার হুমায়ুন কবির (৩৮), নরসিংদীর শিবপুর থানার নয়াদিয়া এলাকার হান্নান মিয়া (৬৬), ভোলার দোলারহাট থানার ওসমানগঞ্জ এলাকার মিজান মহামুদ (২৮), একই থানার নুরাবাদ এলাকার মোহসিন মিয়া (২৮) এবং চর যমুনা এলাকার ছাত্তার দালাল (৪০)।

পুলিশ কর্মকর্তা রেজওয়ান আহমেদ বলেন, 'বিকাশ ব্যবসায়ীরা বিভিন্ন কোম্পানির মার্কেটিং অফিসারের কাছ থেকে লোড নেওয়ার জন্য সকালে দোকানের ক্যাশে নগদ টাকা জমা রাখেন। এ চক্রের সদস্যরা সেসব বিকাশ দোকানগুলোকে টার্গেট করে সকালে গিয়ে সেখানে ভিড় জমায়। তারা বিভিন্ন কৌশলে ব্যবসায়ীকে ব্যস্ত রেখে ক্যাশ থেকে টাকা ও মোবাইল ফোন লুট করে আসছিল। তারা কৌশলে বিকাশ মোবাইলের পাসওয়ার্ড চুরি করে ওই বিকাশ অ্যাকাউন্ট থেকে মানি সেন্ড করে নিতো।' 

গতকাল বুধবার গাজীপুরের বাসন থানাধীন এক দোকান থেকে তারা এই কৌশলে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ওই ব্যবসায়ীর অভিযোগ তদন্তে করতে গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করে পুলিশ। ফুটেজের সূত্র ধরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন এলাকায় বৃহষ্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা শুধু গাজীপুরে নয়, একইভাবে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বিকাশ দোকানের ক্যাশ থেকে দীর্ঘদিন ধরে টাকা ও মোবাইল ফোন লুট করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি'র) সিনিয়র সহকারি কমিশনার (সদর জোন) রিপন চন্দ্র সরকার, সহকারি কমিশনার (অপরাধ ও মিডিয়া) আবু সায়েম নয়ন ও বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মালেক খসরু খান।

 

 

Comments

The Daily Star  | English

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

8h ago