চট্টগ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার
চট্টগ্রামের পাহাড়তলীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার নগরীর কোতোয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী) এ কে এম মহিউদ্দিন সেলিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আশরাফ খান ৭ মামলায় সাজাপ্রাপ্ত।
তিনি জানান, পাহাড়তলী থানা পুলিশ ও ডবলমুরিং থানা পুলিশের যৌথ অভিযানে আশরাফ খানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় ৬টি সিআর সাজা গ্রেপ্তারি পরোয়ানা এবং নগরীর ডবলমুরিং থানায় একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এ ছাড়া, বিভিন্ন থানায় তার নামে আরও কয়েকটি মামলা আছে বলে জানান তিনি।
Comments