কক্সবাজারে পর্যটকদের হয়রানির অভিযোগে দালাল চক্রের ১৯ সদস্য আটক

কক্সবাজার পর্যটন জোনের ৪টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ছবি: সংগৃহীত

কক্সবাজারে পর্যটকদের হয়রানির অভিযোগে সংঘবদ্ধ দালাল চক্রের ১৯ সদস্যকে আটক করেছে টুরিস্ট পুলিশ।

আজ শুক্রবার ভোরে কক্সবাজার পর্যটন জোনের ৪টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন, জাফর আলম, মোহাম্মদ আবদুল্লাহ, ইসমাইল, নুর আলম, চাঁদ মিয়া, নজু মিয়া, রুবেল, মোহাম্মদ ইব্রাহিম, জুয়েল মিয়া, সাদেকুর রহমান, সৈয়দ নুর, সাহিদ, হেলাল উদ্দিন, সাগর, গিয়াস উদ্দিন, সৈয়দ আলম, মোহাম্মদ হোসেন, রবিউল হাসান ও ইমরান হোসেন।

কক্সবাজার জোন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'দীর্ঘদিন ধরে অটোরিকশা চালকের বেশ ধরে একটি দালাল চক্র পর্যটকদের হয়রানি করে আসছে। চক্রটি দূরপাল্লার কোচ ও চেয়ার কোচযোগে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের অল্প ভাড়ায় ভালো আবাসিক হোটেলে নিয়ে যাওয়ার কথা বলে তাদের চুক্তি করা হোটেলে নিয়ে যেতো। পরে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানাভাবে ব্ল্যাকমেইল করতো। এই চক্রের কিছু সদস্য সদস্য পর্যটকদের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে টাকা হাতিয়ে নিতো।'

'আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে পর্যটকদের হয়রানি করে আসার কথা স্বীকার করেছেন। তাদের সবাইকে আদালতে পাঠানো হবে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago