শাহ আমানতে কোটি টাকার স্বর্ণ-মোবাইল সেটসহ আটক ১

জব্দকৃত স্বর্ণ ও মোবাইলসহ আটককৃত যাত্রীকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের বার, স্বর্ণালংকার ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মিজানুর রহমান নামে ওই যাত্রীর কাছ থেকে ৬টি স্বর্ণের বার, ১২টি স্বর্ণের চুড়ি, ১২টি স্বর্ণের লকেট ও ১৯টি আইফোন উদ্ধার করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

সংস্থাটির চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক একেএম সুলতান মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি শেষে ওই যাত্রীর হাত ব্যাগ থেকে এসব স্বর্ণের বার, স্বর্ণালংকার ও মোবাইল সেট জব্দ করা হয়।'

তিনি আরও বলেন, 'আটককৃত পণ্যের সর্বমোট আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।'

কাস্টমস আইন ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মিজানুর রহমানের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Audits expose hidden bad loans at 6 Islamic banks

International auditors KPMG and Ernst & Young conduct asset quality reviews

1h ago