ঢাকায় সমাবেশে আসার পথে দুর্ঘটনায় দাকোপ উপজেলা জামায়াত আমির নিহত

road accident
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকায় সমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু সাঈদ নিহত হয়েছেন। গতরাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দাকোপ থেকে জামায়াতের নেতাকর্মীদের একটি যাত্রীবাহী বাসের বহর সমাবেশের উদ্দেশে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ভাঙ্গায় যাত্রাবিরতির সময় আবু সাঈদ বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা রয়েল পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা বহরের একটি বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু সাঈদ মারা যান।

এই দুর্ঘটনায় আনিসুর রহমান ও মো. কামাল হোসেন নামের আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আনিসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম জানান, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিতে দাকোপ থেকে নেতাকর্মীরা বাসযোগে রওনা দিয়েছিলেন। ভাঙ্গায় যাত্রাবিরতির সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া মাদ্রাসায় সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s deadly order

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

3h ago