বাসের ধাক্কায় কুড়িল ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে ভ্যানচালক নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার খিলক্ষেতে কুড়িল ফ্লাইওভারের উপরে বাসের ধাক্কায় ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে আকিকুল ইসলাম মণ্ডল (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কুড়িল ফ্লাইওভারের উপরে এ ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ইব্রাহিম হোসেন রাকিব জানান, আকিকুল ভ্যান চালিয়ে কুড়িল ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। তখন একটি বাস তার ভ্যানকে চাপা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানচালক ছিটকে ফ্লাইওভার থেকে নিচে রাস্তায় পরে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত আকিকুলের ভাতিজি মোছা. রোকেয়া আক্তার জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার টাংগাটী গ্রামে। ৩ ছেলে ও স্ত্রীকে নিয়ে তিনি কুড়িল ঘাটপাড় মৃধাবাড়ি এলাকায় থাকতেন।

তিনি জানান, উত্তরা এলাকার একটি পরিবার বাসা পরিবর্তন করে বসুন্ধরা যাচ্ছিল এবং সেই বাসার আসবাবপত্র আনতে উত্তরার দিকে যাচ্ছিলেন আকিকুল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Reform commission reports provide framework for new Bangladesh: Yunus

Earlier this morning, the chiefs of four reform commissions submitted their reports to the chief adviser

43m ago