রূপগঞ্জে একই সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাঞ্চন-রূপসী সড়কে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।
আজ বুধবার সকালে উপজেলার হাটাবো এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—বরিশালের বাকেরগঞ্জ থানার হৃদয় খান (২৬), রূপগঞ্জের হাটাবো এলাকার রাম দাস (৭০) ও ইবাদুল্লাহ (৭১)।
আহতরা হলেন—হৃদয়ের বন্ধু মুন্না ও শান্ত এবং পথচারী তাহের, রাধামন, সুরেশ্বর ও অনিক।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকাল ৮টার দিকে হাটাবো এলাকায় একটি মোটরসাইকেল ও ইটবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী হৃদয় খান। গুরুতর আহত হন তার বন্ধু মুন্না ও শান্ত।
তারা রাজধানীর নতুনবাজার এলাকা থেকে রূপগঞ্জ এসেছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
আহত মুন্না ও শান্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে পৌনে নয়টার দিকে আগের ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে চাপা দেয় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই নিহত হন রাম দাস ও ইবাদুল্লাহ। আহত হন তাহের, রাধামন, সুরেশ্বর ও অনিক।
রূপগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পর প্রাইভেট কার ও ইটবোঝাই নসিমনের চালককে আটক করা হয়েছে। যানবাহন দুটিও জব্দ করা হয়েছে।'
বিকেল ৪টা পর্যন্ত এ দুই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
Comments