নতুন বছর উদযাপনে ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শিশু চুরি
স্টার অনলাইন গ্রাফিক্স

নাটোরের বড়াইগ্রামে ছাদে বন্ধুদের সঙ্গে নতুন বছর উদযাপন করার সময় ছাদ থেকে পড়ে ইশতিয়াক নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কালিকাপুর মহল্লায় এই ঘটনা ঘটে।

নিহত ইশতিয়াক উপজেলার বনপাড়া সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ইশতিয়াক মঙ্গলবার রাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য কালিকাপুর মহল্লায় বন্ধু অনিকের বাসার ছাদে আয়োজন করা পিকনিকে অংশ নেয়। মোবাইল দেখতে দেখতে অসাবধানতাবশত তিন তলা থেকে পড়ে যায় ইশতিয়াক। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

11h ago