গাজীপুরে আগুনে পুড়ল ৫ দোকান
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় মধ্যরাতে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান। এতে দোকান মালিকদের অন্তত ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গতরাত ২টা ৪৮ মিনিটের দিকে কোনাবাড়ী ৭ নম্বর ওয়ার্ড পেয়ারা বাগান ১০তলা মোড় বাজারে এই দুর্ঘটনা ঘটে। পরে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মডার্ন ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আবদুর রহিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়েই আমাদের দমকলকর্মীরা দ্রুত আগুন নির্বাপণের কাজ করেন। তারা দোকানগুলো থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন। ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনাস্থলে আছেন।'
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
Comments