৬ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এলো গাজীপুরের প্যাকেজিং কারখানার আগুন

গাজীপুরের ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানায় আগুন। ছবি: সংগৃহীত
গাজীপুরের ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানায় আগুন। ছবি: সংগৃহীত

প্রায় ছয় ঘণ্টার প্রচেষ্টায় গাজীপুরের ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানার ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার আধেপাশা এলাকায় ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার তাজ উদ্দীন দ্য ডেইলি স্টারকে জানান, আজ বুধবার সকাল ৮টা বেজে ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি বলেন, রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, 'ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান ঘটনাস্থলে গিয়েছিলেন।'

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টন তৈরি করা হতো। রাত ২টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়।

পরে আগুন দ্রুত কারখানার ভেতর কাগজের মধ্যে ছড়িয়ে পড়ে। কাগজ থেকে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আগুনে কারখানাটিতে তৈরি করা মালামাল, মেশিনপত্র, কাগজের বোর্ড, লাইনার ও মিডিয়াম পেপার রোলসহ সব মালামাল পুরোপুরি ভস্মিভূত হয়েছে।

কারখানার জেনারেল ম্যানেজার কাজী ফিরোজ আহমেদ জানান, বুধবার ডেলিভারি দেওয়ার জন্য সেখানে বিপুল পরিমাণ তৈরি করা মাল সংরক্ষিত ছিল।

এছাড়া মূল্যবান কাগজের বোর্ড, লাইনার পেপার ও মিডিয়াম পেপারের রোল, ছাপা কাজের জন্য মূল্যবান মেশিনারিজ ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে কারখানার প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

58m ago