কক্সবাজার সৈকতে জেট-স্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্র সৈকতে জেট স্কি থেকে পড়ে এক পর্যটক মারা গেছেন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।
সৈকতে কাজ করা বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান সি সেফ লাইফগার্ডের ইনচার্জ সিফাত উল্লাহ সিফাত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেট স্কি চালক অনেক চেষ্টা করেও পড়ে যাওয়া ওই পর্যটককে বাঁচাতে পারেননি। পরে দুজন লাইফগার্ড গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ওই পর্যটককে মৃত ঘোষণা করেন।
মৃত মোহাম্মদ আল মামুন বরিশালের উজিরপুরের বাসিন্দা ছিলেন। গত শুক্রবার পরিবারসহ তিনি কক্সবাজার গিয়েছিলেন।
সৈকতের এক কর্মী তৌহিদুল ইসলাম ডেইলি স্টারকে জানান, জেট-স্কি রাইডের সময় লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক হলেও তিনি লাইফ জ্যাকেট নেননি।
গত রোববার ও ১৩ অক্টোবর কক্সবাজার সমুদ্র সৈকতে সাগরে গোসল করতে গিয়ে এক শিশুসহ স্থানীয় দুইজন সাগরে ডুবে মারা গেছেন।
Comments