জামালপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

কুরবান আলী | ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় স্থানীয় সাংবাদিক কুরবান আলী (৬০) নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার ডেফলা এলাকায় জামালপুর-ইসলামপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মো. মোরাদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কুরবান আলী দৈনিক প্রাণে বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ছিলেন। এ ছাড়া, ইসলামপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, কুরবান আলী মোটরসাইকেলে জামালপুর যাচ্ছিলেন। ডেফলা এলাকায় একটি মাহিন্দ্রা ট্রাক্টর চাপা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

'ট্রাক্টরচালক পালিয়ে গেছেন। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Israel treating Palestinians ‘as a subhuman group'

Says Amnesty Int'l, accuses Israel of 'committing genocide' in Gaza

1h ago