নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসায় ট্রাক, ১০ শিক্ষার্থী আহত

তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায় গতকাল বুধবার রাতে পণ্যবোঝাই ট্রাক ঢুকে পড়ে। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকায় তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায় গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ট্রাকের ধাক্কায় মাদ্রাসার দেয়াল ভেঙে পড়লে ঘুমন্ত শিক্ষার্থীরা এতে চাপা পড়ে বলে জানা গেছে। গুরুতর আহত ৪ শিক্ষার্থীকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ নুর আলম দ্য ডেইলি স্টারকে জানান, মাদ্রাসাটি রাস্তা সংলগ্ন হওয়ায় এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। শিক্ষক-শিক্ষার্থীদের সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়।

ওসি আব্দুল কাদের জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

Comments

The Daily Star  | English

Over 102,000 annual deaths in Bangladesh linked to air pollution

Study also finds air pollution behind 266 million sick days every year hurting the economy

46m ago