নরসিংদীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৪

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: স্টার

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার জন নিহত ও চার জন আহত হয়েছেন।

আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে নরসিংদীর বাসাইল এলাকায় আঞ্চলিক পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ঢাকার এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন।

নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালের পরিচালক মো. মিজানুর রহমান খান জানান, তাদের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন—তানজিনা আক্তার (২৪), সাবিহা আক্তার (১৪), কামরুন্নাহার (৩৫) ও সাজিদ মিয়া (১২)।

তারা সবাই রায়পুরা উপজেলার চরশুবুদ্দির বাসিন্দা।

তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ও নরসিংদীগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।

রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়।

নরসিংদী সদরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রায়হান আহমেদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেই।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Comments