সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের নিহত ৪

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের নিহত ৪
সিরাজগঞ্জে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস | ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে মাইক্রোবাসচালক।

আজ সোমবার দুপুরে উল্লাপাড়া ফায়ার স্টেশনের সাব-অফিসার নুরুল ইসলাম বাবু দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০), তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)। তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং চারজনের মরদেহ উদ্ধার করি। তাদের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার নরসিংহপুর গ্রামে।

নুরুল ইসলাম বাবু বলেন, মাইক্রোবাসচালককে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তাদের ব্যাগে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র থাকায় ধারণা করা হচ্ছে, তারা ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন।

Comments