ঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

দুর্ঘটনাকবলিত সামী-সাদী পরিবহনের এক যাত্রী জানান, ফরহাদ পরিবহনের বাসটি হঠাৎ দিক পরিবর্তন করায় দুর্ঘটনাটি ঘটে। বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় এটা ঘটতে পারে।
ঢাকা-বরিশাল মহাসড়কে বাবুগঞ্জের রহমতপুর এলাকায় কামিনী পেট্রল পাম্পের সামনে দুর্ঘটনায় একটি বাসের সামনের অংশ দুমড়ে যায়। ছবি: টিটু দাস

ঢাকা বরিশাল মহাসড়কে বাবুগঞ্জ এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে, এক নারী নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে বাবুগঞ্জের কামিনী পেট্রোল পাম্পের সামনে বরিশাল-ধামুরা রুটের ফরহাদ পরিবহনের বরিশাল অভিমুখী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সামি-সাদি পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ফরহাদ পরিবহনের যাত্রী খাদেজা বেগম (৪০) মারা যান।

দুর্ঘটনাকবলিত সামী-সাদী পরিবহনের এক যাত্রী জানান, ফরহাদ পরিবহনের বাসটি হঠাৎ দিক পরিবর্তন করায় দুর্ঘটনাটি ঘটে। বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় এটা ঘটতে পারে।

এয়ারপোর্ট থানার ওসি জানান, ফরহাদ পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। আহতদেরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments