রেলসেতু পিলারে ধাক্কা, রূপসায় কার্গোডুবি

খুলনা

খুলনার রূপসা নদীর ওপর নির্মিত রেলসেতু পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটু কার্গো নদীতে ডুবে গেছে।

এ ঘটনায় নিখোঁজ আছে দু্‌ই জন।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে জানা গেছে।

রূপসার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মংলা বন্দরের হারবাড়িয়া থেকে সার বোজাই করে যশোরের নওয়াপাড়ায় যাচ্ছিল এম ভি থ্রি লাইট- ১ কার্গোটি। পথে রূপসা নদীর রেলসেতু পিলারে ধাক্কা লেগে ডুবে যায়। এ ঘটনায় দুই জন নিখোঁজ আছে।

কার্গোটিতে ১৩ জন ছিলেন বলে জানিয়েছেন কার্গো থেকে ফেরা একজন। তার মধ্যে ১১ জন সাঁতরে কূলে উঠলেও দুই জন এখনও নিখোঁজ বলে জানান কার্গো তিনি।

নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও বিআইডব্লিউটিসি অভিযান শুরু করেছে।

Comments