মালিবাগে রেস্তোরাঁয় আগুন, ৪ কর্মী দগ্ধ
রাজধানীর মালিবাগ এলাকায় একটি রেস্তোরাঁর কিচেনে আগুন লেগে চার কর্মী দগ্ধ হয়েছে।
দগ্ধরা হলেন-মারুফ (১৬), জুলহাস (১৭), সবুজ (৪০) ও হান্নান (২৪)।
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ার সংলগ্ন গলিতে একটি তিনতলা ভবনের নিচতলায় হযরত শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্যাসের চুলায় রান্না করার সময় রান্নাঘরের আগুন ছড়িয়ে গেলে চার কর্মী দগ্ধ হন।
'চুলার আগুন হঠাৎ ছড়িয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে,' বলেন তিনি।
রেস্টুরেন্টের কর্মী মো. তৌহিদ জানান, ঘটনার সময় তারা চারজন ইফতারি বিক্রি করছিলেন। হঠাৎ আগুন লেগে গেলে তারা দগ্ধ হন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, দগ্ধ কর্মী হান্নানকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে।
অপর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সবুজের শরীরের ২৭ শতাংশ, মারুফের ১৮ শতাংশ ও জুলহাসের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।
Comments